সাংবাদিক নওশের আলী খানের সহধর্মিণীর ইন্তেকাল

| মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক পূর্বকোণের প্রধান প্রতিবেদক নওশের
আলী খানের স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা শায়লা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার বাদ জোহর বায়েজিদের শেরশাহ ঈদগাহ মাঠে শায়লা চৌধুরীর প্রথম নামাজে জানাজা ও বাদ মাগরিব রাউজানের গহিরা মোবারেকখীল গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রসঙ্গত, শায়লা চৌধুরী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘ দুইমাস কলকাতায় চিকিৎসাধীন ছিলেন।
এদিকে শায়লা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন-চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৃণাল শীল
পরবর্তী নিবন্ধঅধ্যক্ষ কাজী নূরুল হকের ইন্তেকাল