সাংবাদিক তরুণ তেজপাল বেকসুর খালাস

সহকর্মীকে ধর্ষণের মামলা

| শনিবার , ২২ মে, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় খালাস পেয়েছেন ভারতের তেহেলকা ম্যাগাজিনের সাবেক সম্পাদক তরুণ তেজপাল। ভারতের পশ্চিমের রাজ্য গোয়ার মাপুসা আদালত গতকাল শুক্রবার তরুণের বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে দেয় বলে জানায় বিবিসি। তরুণের অজ্ঞাত নামা এক নারী সহকর্মী ২০১৩ সালে তার বিরুদ্ধে গোয়ায় একটি হোটেলে তেহেলকার বার্ষিক সভা চলাকালে লিফ্‌েটর ভেতর যৌনহেনেস্তার অভিযোগ আনেন। যে অভিযোগের ভিত্তিতে নভেম্বরেই পুলিশ তরুণ কে গ্রেপ্তার করে এবং সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার আগে তাকে সাত মাস কারাবাস করতে হয়েছে। ২০১৪ সালের জুলাই মাসে জামিন পান এ সাংবাদিক। শুরু থেকেই তরুণ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৭ সাল থেকে গোয়ার একটি আদালতে তরুণের বিরুদ্ধে হওয়া এ মামলার শুনানি শুরু হয়। প্রসিকিউশন থেকে গতকাল শুক্রবারের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বলা হয়েছে।
আদালতে যা হয়েছে : ভারতের পশ্চিমের রাজ্য গোয়ার মাপুসা আদালত শুক্রবার তরুণের বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে দেন। পুলিশ তরুণের বিরুদ্ধে প্রায় তিন হাজার পাতার অভিযোগ পত্র দায়ের করেছিল। যেখানে তার বিরুদ্ধে ‘বলপূর্বক আটকে রাখা, সম্ভ্রমহানির জন্য অপরাধমূলক বলপ্রয়োগ, যৌন নিগ্রহ, এবং ধর্ষণের অভিযোগ আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধগেইমিং ব্রাউজার অপেরা জিএক্স আসছে মোবাইলেও
পরবর্তী নিবন্ধপাকিস্তানে ফিলিস্তিনের পক্ষে মিছিলে বোমা, নিহত ৬