কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এস এম জাহেদুল হকের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৬ ফেব্রুয়ারি সংস্থার উদ্যোগে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কদম মোবারক শাহী জামে মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং রাতে কদম মোবারক মুসলিম এতিমখানার এতিমদের জন্য জেয়াফতের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ও কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ওয়াহিদ মালেক। তিনি বলেন, সাংবাদিক জাহেদ ছিলেন স্বচ্ছ, কর্মঠ ও একজন স্বপ্নবাজ ব্যক্তি, সহজ–সরল ও মানবতাবাদী। এই প্রাণবন্ত মানুষটি মৃত্যুর আগ পর্যন্ত কিডনি রোগীদের কল্যাণে কাজ করে গেছেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব ও কিডনি রোগী কল্যাণ সংস্থার সিনিয়র সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সংস্থার অর্থ সম্পাদক মো. হোসেন। দোয়া পরিচালনা করেন কদম মোবারক মুসলিম এতিমখানার মোহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ সেলিম।
এতে আরো উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি কাজী আশরাফুল হক জীবন, সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, মো. ফরিদ, মো. মোশারেফ হোসেন, সৈয়দ আবু মুসা, আবুল মোবারক, মুহাম্মদ ওবায়দুল হক মনি, আহসান হাবীব বাবু, সৈয়দ এস. এম কামরুল ইসলাম, শহরিয়ার মাহমুদ খান, মো. আলমগীর, সরোয়ার কামাল, মোহাম্মেদ মোকাম্মেল হক খান, মো. আমির হোসেন খান, মো. আখতার উদ্দিন, সাইয়েদ হামিমুল মিল্লাত, আবদুল আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।