চন্দনাইশের দোহাজারী পৌরসভার চাগাচর গ্রামের বাসিন্দা সাংবাদিক চৌধুরী রাসেল (৩২) গতকাল শনিবার ভোরে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার দুপুর আড়াইটায় স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চৌধুরী রাসেল চাগাচর গ্রামের ব্যবসায়ী আবদুল মাবুদ চৌধুরীর ২য় পুত্র। তার মৃত্যুতে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।