সাংবাদিক ওবায়দুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১১:৪৩ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর সাবেক চিফ রিপোর্টার, খ্যাতিমান সাংবাদিক ওবায়দুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের এদিনে তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে ইন্তেকাল করেন।

সাংবাদিক ওবায়দুল হক স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত ছিলেন। দীর্ঘ ৪২ বছর তিনি এই পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে অবসর নেন। এর আগে তিনি ইংরেজি দৈনিক ইউনিটিতে স্টাফ রিপোর্টার হিসেবেও কাজ করেন। তাছাড়া তিনি পাকিস্তান ভিত্তিক পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (পিপিআই) এর চট্টগ্রাম প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। তিনি ১৯৭৩ সালে তৎকালীন পূর্ব জার্মান সরকারের বৃত্তি নিয়ে বার্লিন যান। সেখানকার কলেজ অব সলিডারিটি থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা লাভ করেন। তাঁর দুটি গ্রন্থ রয়েছে। ‘বার্লিন প্রবাসে’ গ্রন্থটি ১৯৭৯ সালে প্রকাশিত হয়। দ্বিতীয় গ্রন্থ ‘স্মৃতির মিনারে মাওলানা ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিব’ প্রকাশিত হয় ২০০০ সালে। তরুণ বয়সে তিনি কিছু সময় ঢাকায় ভাসানী, সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর সান্নিধ্যে ছিলেন। সেই সময়ের স্মৃতি নিয়ে গ্রন্থটি রচিত হয়।

৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁর কাটিরহাটের পূর্ব ধলইস্থ গ্রামের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুকুরিয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সম্মেলন
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হবে কাল