নগরীর কল্পলোক আবাসিকের বাসায় সাংবাদিক আবদুস শুক্কুর গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সারসহ নানারোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল রাত সাড়ে নয়টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জানাজা শেষে রাতে নগরীর চৈতন্যগলির কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক আবদুস শুক্কুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।