সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মানহানির অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

মানহানির অভিযোগে দৈনিক যুগান্তর ঢাকা অফিসের বিশেষ প্রতিনিধি মাহবুব আলমের বিরুদ্ধে আদালতে মামলা করেছে কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।

গতকাল বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি মামলাটি দায়ের করেন। ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে নির্দেশ দিয়েছেন। আদালতসূত্র জানায়, মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ১৩ মার্চ সিআরবি নিয়ে যুগান্তরে একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে হেলাল আকবর চৌধুরীকে জড়ানো হয় এবং দখলবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গডফাদার হিসেবে উল্লেখ করা হয়। পরে সাংবাদিক মাহবুব আলম তার ফেসবুকে সংবাদটি শেয়ার করেন।

পূর্ববর্তী নিবন্ধড. মঈনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধপার্কিং চার্জের জটিলতা নিষ্পত্তি করতে মেয়রকে হাই কোর্টের নির্দেশ