নগরীর খুলশী থানার ভেতরে গত রোববার পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিজা) সদস্য এবং যমুনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরা জার্নালিস্ট আসাদুজ্জামান লিমনের ওপর হামলার প্রতিবাদে গত সোমবার বিকেল ৪টায় নগরীর চেরাগী পাহাড় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পিজা’র সভাপতি ইমরান বিন ছবুরের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য হামিদ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, খুলশী থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরা জার্নালিস্ট আসাদুজ্জামান লিমনের ওপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি উত্তর জোন) ডিসি আমিরুল ইসলামের হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। এই পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন পিজার সভাপতি ইমরান বিন ছবুর, সিনিয়র সহসভাপতি তাপস বড়ুয়া, পিজার সাবেক আহ্বায়ক পার্থ প্রতীম নন্দী, যুগ্ম–সম্পাদক ইব্রাহীম জুলহাজ নীল, সদস্য পদ বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম ইমন, পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি রবিন দাস গুপ্ত ও সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরী, আরিফুল ইসলাম তামিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।