বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটির প্লট মালিক সমিতি গত ২৭ ডিসেম্বর নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান, মরণোত্তর সম্মাননা, বার্ষিক ক্রীড়া সভাপতি সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কমনওয়েলথ সাংবাদিক এসোসিয়েশন বাংলাদেশের জেনারেল সেক্রেটারি সোসাইটির উপদেষ্টা পরিষদের সভাপতি ওসমান গনি মনসুর। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সাংবাদিক শামসুল হক হায়দরী, উপদেষ্টা সাংবাদিক সিরাজুল করিম মানিক, উপদেষ্টা মোক্তার আহমেদ, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম। আলোচনায় অংশ নেন সিনিয়র সহ–সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম, সহ–সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক ইরফান রেজা খান, অর্থ সম্পাদক সাংবাদিক শতদল বড়ুয়া, সহ–অর্থ সম্পাদক মোহাম্মদ তারেক ইমাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক হাসানুল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ছৈয়দ গোলাম নবী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. হানিফ খন্দকার, নির্বাহী সদস্য হামিদুর রহমান ও মোহাম্মদ মোরশেদ আলম। সোসাইটির সিনিয়র সাংবাদিক যাদের অবদানস্বরূপ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় তারা হলেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সাবের আহমেদ আজগরী, সাংবাদিক নজির আহমদ, সমাজসেবক এম এ হাসেম, সাংবাদিক আকতার উন নবী, সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ খালেদ, সাংবাদিক নুর ইসলাম চৌধুরী, সাংবাদিক নুরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক আনোয়ারুল আলম, সাংবাদিক মাহবুব আলম, সাংবাদিক মোসলেম খান, সাংবাদিক সুধীর দর, সাংবাদিক এম এ সাত্তার চৌধুরী, সাংবাদিক হাবিবুর রহমান খান, সাংবাদিক এটিএম মোদাব্বের চৌধুরী, সাংবাদিক আ জ ম ওমর, সাংবাদিক মোহাম্মদ বেলাল, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, সমাজসেবক মোহাম্মদ শহীদ উল্লাহ, সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া, সাংবাদিক মুকুল শর্মা চৌধুরী, সাংবাদিক আব্দুল হামিদ চৌধুরী, সাংবাদিক সৈয়দ মুস্তাফা জামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











