সাংবাদিকদের প্রতীকী অনশন ও অবস্থান আজ

| শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কল্পলোক মিডিয়া টাওয়ার সাংবাদিক ফ্ল্যাট মালিক স্টিয়ারিং কমিটির উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কল্পলোক মিডিয়া টাওয়ারে ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্ত ৬৭ জন সাংবাদিককে চুক্তি ও আইন অনুযায়ী প্রাপ্য ফ্ল্যাট ভাড়া পরিশোধ, ক্ষতিপূরণসহ দ্রুততম সময়ে ফ্ল্যাট বুঝিয়ে দেয়া, চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটি অবসায়নের চক্রান্ত প্রতিরোধ এবং আবাসন বঞ্চিত সাংবাদিকদের জন্য শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় পূর্ব নির্ধারিত স্থানে ফ্ল্যাট ব্লক নির্মাণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের যোগদানের জন্য কল্পলোক মিডিয়া টাওয়ার সাংবাদিক ফ্ল্যাট স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত ও সম্পাদক এডভোকেট আবিদ হোসেন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশকে এগিয়ে নিতে তরুণদের একসাথে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধআজ লেখিকা জেসমিন খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী