সাংবাদিকদের খেলায় ভুল ধরবেন সোহান

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:৫৩ পূর্বাহ্ণ

চেষ্টা করব যেন মাঠে এসে আপনাদের খেলা দেখতে পারি। কারণ আপনারা আমাদের সবসময় ভুল ধরেন, একটু আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’, হাসতে হাসতে বলেন নুরুল হাসান সোহান। তার কথায় হাসির রোল পড়ে গেল সংবাদ সম্মেলন কক্ষেও। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) উদ্যোগে ৩২টি দল নিয়ে রংপুর রাইডার্সবিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও ড্র আয়োজনে এসে মজা করলেন জাতীয় দলের কিপারব্যাটার। আয়োজনের মাঝপথেই অবশ্য শেরবাংলা স্টেডিয়ামের পথে ছুটতে হলো সোহানকে। জাতীয় দলের ব্যাটারদের নিয়ে মিরপুরে বিশেষ ক্যাম্পে নিয়মিত চলছে ব্যাটিং ঝালাই। সোহানও আছেন সেখানে। ব্যাট হাতে সময়টা তার ভালো কাটছে না। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজে দুই ম্যাচে খেলার সুযোগ পেয়ে রান করেছেন ৫ ও ১, আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ খেলে করেছেন ৫। বিপিএলের আগে ক্যাম্পে তাই ব্যাটিং নিয়ে নিবিড়ভাবে কাজ করার সুযোগটা মিলছে।

সোহানের বিশ্বাস তার নিজের জন্য তো বটেই, অন্যদের জন্যও এই ক্যাম্প কার্যকর হবে। ‘এরকম ক্যাম্প আসলে করার সুযোগ খুব একটা পাওয়া যায় না। যেহেতু বিপিএলের আগে একটা ফাঁকা সময় আছে, বিপিএল শুরু হয়ে গেলে এর পরপরই বিশ্বকাপ, সবাই আসলে ব্যস্ত হয়ে যাবে ম্যাচের ভেতর। আমার কাছে মনে হয়, যে যার জায়গা থেকে যতটুকু উন্নতি করার সুযোগ আছে, এই স্কিল ক্যাম্পে ওই কাজগুলোই করা হচ্ছে।’ ‘আমরা তো সব একসঙ্গে অনুশীলন করে অভ্যস্ত বা একসঙ্গেই করা হয়। এখানে সুনির্দিষ্টভাবে একটা গ্রুপ করে হয়তো একজন বা দুজন নিয়ে কাজ করা হচ্ছে। আমার কাছে মনে হয় যে, একটু ভিন্ন এটা। ব্যাটসম্যানরাও সুনির্দিষ্ট কিছু জিনিস নিয়ে কাজ করার সুযোগটা পাচ্ছে।’ সংবাদকর্মীদের নিয়ে সোমবার শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিপিএল দল রংপুর রাইডার্স। সোহানের অধিনায়কত্বে গত বছর গায়ানায় গ্লোবাল সুপার লিগ জিতেছিল দলটি। এবারের বিপিএলেও হয়তো তার নেতৃত্বেই খেলবে রংপুর।

দেশিবিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে রংপুর যে দল গড়েছে, তাতে অনেকটা এগিয়ে থেকেই ফেভারিট হিসেবে এবারের টুর্নামেন্ট নামবে তারা। সোহান বলেন,‘অবশ্যই আশা করব ভালো খেলার। পাশাপাশি এটাও বলতে হবে, বড় নাম দিয়ে কিছু হবে না, মাঠে পারফর্ম করতে হবে। আমরা সবাই চাইব মাঠে সেরা পারফরম্যান্স করতে। রংপুর সবসময় ভালো দল গড়ে। প্রতিবারই ফাইনাল খেলার জন্য চেষ্টা করে এবং ওভাবেই দল করা হয়। তবে যেটা বললাম, আমাদের আসলে মাঠে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। আমাদের জায়গা থেকে সেরাটা দিতে পারলে ভালো কিছুই হবে।’

পূর্ববর্তী নিবন্ধফজল আহাম্মদ স্মৃতি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধএকাডেমি কাপ অ-১৫ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের জ্ঞাতার্থে