রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে রাউজানের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন সমৃদ্ধি তুলে ধরতে হবে। যেসব খবর মানুষের মাঝে নেতিবাচক ধারণার জন্ম দেয় সেসব খবর বর্জন করা উচিত। গতকাল ২৬ ডিসেম্বর সোমবার রাউজান প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তারা তার সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এই পরামর্শ দেন। তিনি বলেন, সাংবাদিকদের কাছে মানুষ প্রত্যাশা করে ভাল বস্তুনিষ্ঠ সংবাদ পেতে। মানুষ বিভ্রান্ত হয় এমন সংবাদ প্রকাশ পেলে মানুষ সাংবাদিক ও সংবাদ পত্রের প্রতি আস্থা হারাবে। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, সহ সভাপতি এম রমজান আলী, সহ সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, দপ্তর সম্পাদক আমীর হামজা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, মহিলা বিষয়ক সম্পাদিকা দিলু বড়ুয়া জয়িতা, সদস্য রায়হান ইসলাম, রতন বড়ুয়া প্রমুখ।