সাংবাদিককে হুমকি দেওয়ায় বাইডেনের উপ-প্রেস সচিব এবং হোয়াইট হাউজের মুখপাত্র টিজে ডাকলোকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। এসময়ে তিনি বেতন পাবেন না। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা এক নারী সাংবাদিককে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন।
জানা যায়, মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর রিপোর্টার তারা পালমেরিকে হুমকি দেন ওই উপ-প্রেস সচিব এবং হোয়াইট হাউজের মুখপাত্র। অবশ্য গতকাল শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পাসকাই জানান, ডাকলো ক্ষমা চেয়েছেন পালমেরির কাছে।