সাংবাদিককে হুমকি দেওয়ায় গ্রেফতার হয়েছিলেন শাহরুখ!

| শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীর মাদক পার্টি থেকে ২০২১ সালের ২ অক্টোবর শাহরুখ খানের পুত্র আরিয়ান খান আটক হন। এরপর দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে তাকে গ্রেফতার দেখায় নারকোটিঙ কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। খবর বাংলানিউজের। টানা ২৬ দিন পর মুম্বাই হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পান আরিয়ান। শাহরুখপুত্রের এই কারাবাস নিয়ে শোরগোল পড়েছিল ভারতজুড়ে। কিন্তু অনেকেই জানেন না, অতীতে শাহরুখ নিজেও গ্রেফতার হয়েছিলেন পুলিশের হাতে! তিন দশক আগের সেই ঘটনার উল্লেখ করা হয়েছে অনুপমা চোপড়ার লেখা বই, ‘কিং অব বলিউড’-তে। সেখানে লেখা হয়েছে ঘটনাটি ১৯৯২ সালের। শাহরুখ তখন ‘মায়া মেমসাব’ সিনেমায় কাজ করছেন। তার বিপরীতে ছিলেন দীপা শাহী। অনুপমার বইয়ে তুলে ধরা হয়েছে, সিনেমাটির একটি ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তুতি হিসেবে নাকি এক হোটেলে রাত কাটিয়ে এসেছেন শাহরুখ-দীপা এবং নিজের স্ত্রী দীপাকে সেখানে পাঠিয়েছিলেন পরিচালক কেতন মেহতাই! পরের দিন নাকি সেই ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং হয় কেতন এবং চিত্রগ্রাহকের উপস্থিতিতেই। এই ঘটনা উঠে আসে পত্রিকার পাতায়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই-রাঙামাটি সড়ক সংযোগে আরো একটি নতুন সড়ক
পরবর্তী নিবন্ধঅ্যামি জ্যাকসন এবার যার প্রেমে