জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হলে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে হবে। এই লক্ষ্যে ওয়ার্ড, থানা, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক, সাংগঠনিকভাবে পুনর্গঠন করে এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে আগামী দিনে আবারও রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুতি নিতে হবে। এই লক্ষ্যে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করছি। জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনসমূহ স্ব স্ব অবস্থান থেকে সংগঠনকে শক্তিশালী করতে তৎপর হতে হবে। মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যাপক কর্মসূচি পালন এবং জাতীয় মহিলা পার্টি, জাতীয় ছাত্র সমাজ মহানগর কমিটির পুনর্গঠনের প্রস্তুতি গ্রহণের জন্য বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে জাপা নেতা তপন চক্রবর্ত্তী এসব কথা বলেন। নাছির উদ্দিন ছিদ্দিকীর পরিচালনায় বক্তব্য দেন, আনিসুল ইসলাম চৌধুরী, মো. ওসমান খান, কামরুজ্জামান পল্টু, ইউনুছ আলকরণী, শওকত আকবর, অধ্যাপক এ কে এম নুরুল বশর সুজন, আবছার উদ্দিন রনি, জহিরুল ইসলাম রেজা, এমদাদ হোসেন চৌধুরী, এনামুল হক বেলাল, রাবেয়া বশরী বকুল, রেজাউল করিম রেজা, এম এ শুক্কুর, আমিনুল হক আমিন, রিয়াজ হায়দার, শাহাদাত হোসেন স্বপন, কায়সার হামিদ মুন্না, হারুনুর রশিদ, এম আজগর আলী, তরিকুল ইসলাম তারেক, শফিউল আলম শফি, জামাল উদ্দিন কান্টু, সেলিম উদ্দিন, নীল কমল সুশীল, শরিফুল মোল্লা নীরব, আজিজ সওদাগর, মো. সুলতান, নুর নাহার বেগম, শেলী আক্তার, বিলকিস সুলতানা, নাসরিন আক্তার, মোশাররফ হোসেন প্রমুখ। বর্ধিত সভায় মহানগর জাতীয় মহিলা পার্টি পুনর্গঠন ও জাতীয় ছাত্র সমাজের নতুন কমিটি করার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।