ফটিকছড়িতে সাঁতার অনুশীলন করতে গিয়ে দিঘিতে ডুবে মো. অন্তর (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার দাঁতমারা ইউপির ফটিকছড়ি–রামগড় সড়কের পাশে সুলতান মাতাব্বর বাড়ির সামনে মহিষমার দিঘির পানিতে ডুবে এ ঘটনা ঘটে। নিহত অন্তর দাঁতমারা ইউপির ৮নং ওয়ার্ডের পুলিশ সদস্য মো. মানিকের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়– অন্তর চট্টগ্রাম মহসিন কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। সে ইতিমধ্যে বিভিন্ন চাকরির পরীক্ষার পাশাপাশি নৌ–বাহিনীতে যোগদানের জন্যেও চেষ্টা করেন। পাশাপাশি সে একজন সাঁতারু ছিলেন।বিষয়টি নিশ্চিত করে প্রতিবেশী আব্দুল কাইয়ুম জনি বলেন– অন্তরসহ বেশ কয়েকজন দীঘিতে সাঁতরিয়ে এক পাড় থেকে অন্য পাড়ে যাচ্ছিল। ইতিপূর্বে সে চট্টগ্রামের একটি সাঁতারু প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে। সাঁতার অনুশীলন করার জন্য দীঘিতে নামে, এক পর্যায়ে দীঘির মাঝখানে গিয়ে সে ডুবে যায়। ডুবে যাওয়া স্থানসহ পুরো দীঘিতে আমরা হাত জালসহ বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করেও পায়নি। পরে ঘটনার এক ঘণ্টা পর সে যেখানে ডুবে যায় সেখানে তার নিথর দেহ পাওয়া যায় অথচ এ জায়গায় প্রায় ১ ঘণ্টা জাল এবং মানুষ নেমে তাকে খোঁজার চেষ্টা করেও পাওয়া যায়নি। উদ্ধারের পর তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।