সহ্যের সীমা অতিক্রম করায় পাল্টা আঘাতের সময় এসেছে

মাহতাব ও নাছিরের যুক্ত বিবৃতি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৬:৩৯ পূর্বাহ্ণ

বিনা উস্কানিতে ছাত্রদের কোটা আন্দোলনের আড়ালে স্বাধীনতা ও রাষ্ট্র বিরোধী বিএনপিজামায়াতশিবির চক্রের চিহ্নিত সন্ত্রাসীরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ, চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ, পরিবারের সদস্যদের গালিগালাজ, হত্যার হুমকি, সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপিজামায়াত ও শিবির চক্রের পরিকল্পিত, ঘৃণ্য ও ন্যাক্কারজনক হামলা ও নাশকতায় সহ্যের সীমা অতিক্রম করেছে। আমরা এতদিন সংযত আচরণ করেছি। এবার সরাসরি পাল্টা আঘাতের সময় এসেছে। আজকে যারা আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও প্রতিষ্ঠানে হামলা করেছে তাদেরকে ভিডিও ফুটেজে ধারণকৃত ছবিতে শনাক্ত করা হয়েছে। তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা আমরা জানি। তাদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আঘাত হানতে আমরা বাধ্য হব। এই ভয়াবহ পরিণতির জন্য বিএনপিজামায়াত ও শিবির চক্রকে দায়ী হতে হবে। ছাত্র আন্দোলনের আড়ালে নাশকতা ও ধ্বংসযজ্ঞে তারা বেপরোয়া হয়ে উঠেছে। তাদেরকে যেকোনো মূল্যে প্রতিহত ও নিশ্চিহ্ন করার দৃঢ় প্রত্যয় গ্রহণের জন্য দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই।

পূর্ববর্তী নিবন্ধছাত্র আন্দোলনে বেসামাল হয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে
পরবর্তী নিবন্ধবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এখন ১৫৮ জন