দেশজুড়ে সরকার বিরোধী প্রাণঘাতী বিক্ষোভের পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সোমবার মন্ত্রিসভায় রদবদল করে অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাওয়াতিকে অপসারণ করেছেন। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানায়। খবর বাসসের।
ইন্দোনেশিয়ার প্রভাবশালী ব্যক্তিত্ব শ্রী মুলিয়ানি একসময় বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিন জন ভিন্ন প্রেসিডেন্টের আমলে অর্থমন্ত্রী ছিলেন। সামপ্রতিক সময়ে আইনপ্রণেতাদের জন্য বিলাসবহুল সুবিধা দেওয়ার প্রতিবাদে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। প্রেসিডেন্টের এক ডিক্রিতে জানানো হয়, তার স্থলাভিষিক্ত হয়েছেন পুরবায়া ইউধি সদেওয়া। এরআগে তিনি ইন্দোনেশিয়া ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রাবোও শ্রী মুলিয়ানিকে মন্ত্রিসভা থেকে অপসারণের কোনো কারণ জানাননি। তিনি প্রধান নিরাপত্তা মন্ত্রী বুদি গুনাওয়ান ও ক্রীড়া মন্ত্রী দিতো আরিওতেজোকেও সম্মানের সঙ্গে অব্যাহতি দিয়েছেন।












