সহিংসতা বা অরাজকতা করলে কঠোর ব্যবস্থা

খাগড়াছড়িতে বিশেষ মতবিনিময় সভায় বক্তারা

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে জেলার আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে এ বিশেষ আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

এ সভায় সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার বলেন, কেউ যেন কোন ধরনের বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে একসাথে কাজ করতে হবে। চলমান পরিস্থিতে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত (জুয়েল), রিজিয়নের জিএসও(আই) মেজর জাবির সোবহান মিয়াদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী, এন এস আই যুগ্ম পরিচালক মো: ফিরোজ রাব্বানী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক মিন্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদ হাসান, জামায়াত ও হেফাজত ইসলামের প্রতিনিধি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধবান্দরবান শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান