ঈদের পরে নিউজ পেপারে যখন দেখি, গাছের আম পাড়া নিয়ে প্রতিবেশীর হাতে খুন, মাছের ভাগ নিয়ে হানাহানি, বৃদ্ধ বাবা মাকে হজম করতে হয় সন্তানের কিল ঘুষি, মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া ঈদের বকশিসের ভাগ বাটোয়ারা নিয়ে নেতা কর্মীদের মধ্যে মারামারি, গ্রামের কিছু মোড়ল শ্রেণির অ-ভদ্র লোকজন, জ্ঞান পাপী, হাইব্রিড নেতা প্রতিনিয়ত ছড়ি ঘোরাচ্ছে নিরীহ মানুষদের উপর। ওরা চোরকে বলে চুরি কর, মালিককে বলে সজাগ থাকো। জমি জায়গা, পুকুরের অংশনামা, মুনশি দিনের সম্পত্তি, সীমানা প্রাচীর, জমির আইল, ফসল, পানি, রাস্তা, নালা নর্দমা, ময়লা আবর্জনা, এমনকি টয়লেট- পেশাবখানার জায়গা নিয়ে সহিংসতা বিরোধ লেগেই আছে।
প্রয়াত মরমী শিল্পী আবদুল আলীমের গানের কথাগুলো আমরা ভুলে যাই, “পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই । আমি তো এই ঘরের মালিক নই”। নাট্যমঞ্চের পৃথিবীটা দুদিনের টাইম ফ্লাওয়ারের মতো। সকালে ফুটে বিকেলে বিলীন হয়ে যায়। সাদা একটুকরো কাপড়, সাড়ে তিন হাত মাটি হবে শেষের ঠিকানা। পৃথিবীটা ক্ষণিক সময়ের বিচরণভূমি মাত্র, আমরা তা ভুলে যাই। জীবনটা সমুদ্রের পানে উড়ে যাওয়া পরীযায়ী পাখির মতো এই এলো বুঝি এই গেলো। মৃত্যুর কথা চিন্তা করলে মানুষ পাপাচার বোধহয় করত না। আসুন করোনার সময়ে আত্নকেন্দ্রিক চিন্তা ভাবনা, দলদাশগিরি, সহিংসতা, মারামারি হানাহানি, দুর্নীতি, গ্রাম্যরাজনীতি, স্বার্থপরতা থেকে বেরিয়ে আসি। এক চিলতে ভালোবাসা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই। যার সাথে বিরোধিতা করছেন সেও হতে পরে আপনার অন্তিম যাত্রার খাটিয়া কাঁদে বহন করার বাহক। আগামীতে আপনার রেখে যাওয়া প্রজন্মদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিবে হয়ত সে। লোক সঙ্গীত শিল্পী প্রয়াত ফিরোজ সাঁই-র গানের কথাটা খুব মনে পড়ছে আজ, এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হবে রং তামাশা চক্ষু মুদিলে হাইরে দম ফুরাইলে, মহামারির সময়ে ভাই ক্ষমা চাওয়ার সময়ও কিন্তু থাকবে না। আসুন শত্রুতা নয় মায়া ছড়িয়ে বন্ধুতার হাত বাড়াই। কটুবাক্যে নয় ভালোবাসা দিয়ে করোনাকে জয় করি। যেখানে দেখবেন দুর্নীতি, সহিংসতা, অপরাজনীতি তরুণ সমাজ একত্রিত হয়ে দুর্নীতি রুখে দাঁড়ান। লকডাউন কঠোরভাবে কার্যকর করতে হবে, সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং হাসপাতালে সাশ্রয়ী জরুরি সেবা প্রদানের ব্যবস্থা করা জরুরি। দেখবেন ধূসর পাষাণ পুরীর মৃত্যুর মিছিল থেমে যাবে। নতুন ভোর আসবে। ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’ মহামারিতে আপনার বদলে যাওয়া এক চিলতে ভালোবাসা হবে আগামী দিনের ইতিহাস।