সহিংসতার মধ্যে আবার তিন দিনের সাধারণ ছুটি

| সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৪:১৮ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে কোটা আন্দোলনের মধ্যে সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগের প্রথম দিন সহিংসতার মধ্যে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা জানান জনসংযোগ কর্মকর্তা সিবলি সাদিক। অনির্দিষ্টকালের কারফিউর ঘোষণার মধ্যে এই ছুটি ঘোষণা করা হয়। তিনি জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলন সহিংস হয়ে উঠার পর গত ২১ জুলাই থেকেও তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ আরোপ করা হয়। এর মধ্যে ২৪ ও ২৫ জুলাই সীমিত পরিসরে যথাক্রমে ২ ও ৩ ঘণ্টা অফিস খোলা থাকে। পরে ধাপে ধাপে সময় বাড়িয়ে স্বাভাবিক অফিস সূচিতে ফেরে সরকার।

তবে গত শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে ‘গণমিছিল’ এর ডাক দেওয়ার পরদিন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল সমাবেশ করে সরকার পতনের এক দফা আন্দোলনের ডাক দেয়। আগের রাতেই রোববার থেকে অসহযোগ পালনের আহ্বান জানানো হয়। আন্দোলনকারীরা দেশবাসীকে খাজনাট্যাঙ বন্ধ করে দেওয়ার পাশাপাশি পানিবিদ্যুৎ ও গ্যাস বিল না দেওয়ারও আহ্বান জানিয়েছে। কর্মসূচির প্রথম দিন জেলায় জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ার পর সরকারের তরফে বলা হয়েছে, সন্ত্রাসীরা আক্রমণ করছে, তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধথমথমে নগরী, সড়কে থেমে থেমে মিছিল
পরবর্তী নিবন্ধঅনির্দিষ্টকালের কারফিউ