সহিংসতার তদন্ত জাতিসংঘের প্রাথমিক অনুসন্ধান দলের কাজ শুরু

| শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি থেকে সরকার পতনের আন্দোলন ঘিরে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ঢাকায় এসেছে জাতিসংঘের একটি অনুসন্ধান দল। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে কাজ শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনার কার্যালয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মাঙ্গোভেনের নেতৃত্বাধীন এ দল। খবর বিডিনিউজের।

বৈঠক শেষে ররি মাঙ্গোভেন বলেন, মানবাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করতে চায় জাতিসংঘ। এই ঐতিহাসিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের জনগণকে কীভাবে আমাদের দপ্তর সহযোগিতা করতে পারে, সেটা পর্যালোচনার আলোচনা করতে এ সপ্তাহে আমি একটি ছোট দল নিয়ে সফর করছি। তিনি বলেন, এটি কোনো তদন্ত নয়। তদন্তের ধরন কেমন হবে, সে বিষয়ে প্রাথমিক আলোচনা করতে এসেছেন তারা। এটি একটি অনুসন্ধানী সফর। কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা যায়, সে বিষয়ে তারা আলোচনা করবেন। এক সপ্তাহ ধরে সরকার, সুশীল সমাজ, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলবে জাতিসংঘের প্রতিনিধি দলটি। এর আগে বুধবার মধ্যরাতে ঢাকা এসে পৌঁছায় তিন সদস্যের দলটি। জাতিসংঘের কারিগরি দলটির প্রাথমিকভাবে ২৮ অগাস্ট পর্যন্ত বাংলাদেশে থাকার কথা। এই অনুসন্ধান দলের ঠিক করা কাজের পরিধির আলোকে পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য আরেকটি দল বাংলাদেশে আসবে।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের দামে টানা তিনবার রেকর্ড
পরবর্তী নিবন্ধচলে গেলেন অধ্যাপক ড. গোলাম মুরশিদ