সহযোগিতা বাড়াতে সীমান্তে শান্তি ও বাণিজ্য নিয়ে চীন-ভারত বৈঠক

| বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১২:৫৬ অপরাহ্ণ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে নয়া দিল্লিতে বৈঠক করেছেন। সোমবারের বৈঠকে তারা সীমান্তে শান্তি ও বাণিজ্যের পাশাপাশি অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, জানিয়েছে রয়টার্স। খবর বিডিনিউজের।

বৈঠক শেষে জয়শঙ্কর বলেন, আমাদের মধ্যে অর্থনীতি ও বাণিজ্য সমস্যাগুলোর পাশাপাশি তীর্থযাত্রা, জনগণের মধ্যে যোগাযোগ, নদী বিষয়ক তথ্য ভাগাভাগি, সীমান্ত বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং দ্বিপাক্ষিক বিনিময় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, আলোচনা ভারত এবং চীনের মধ্যে একটি স্থিতিশীল, সহযোগিতামূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে অবদান রাখবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে ওয়াং ই জানান, দুই দেশের মধ্যে সব পর্যায়ে সংলাপ ও বিনিময় ধীরে ধীরে ফের শুরু হচ্ছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও সহযোগিতার রূপ নিচ্ছে।

ওই বিবৃতি অনুযায়ী, ওয়াং গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উভয়পক্ষকে অন্য উন্নয়নশীল দেশগুলোকে তাদের নিজেদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার জন্য একটি উদাহরণ স্থাপনের আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপুতিনের ওপর নতুন নিষেধাজ্ঞার কথা ভাবছেন ইউরোপীয় নেতারা : যুক্তরাজ্য
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল