সহজ ম্যাচে কঠিন জয়

আফগানদের ৪ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

মাত্র কদিন হলো আরব আমিরাতে শেষ হয়েছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। সে হারের রেশ কাটতে না কাটতেই আরো একবার আফগানদের হারালো টাইগাররা। এবার দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচের সিরিজটা শুরু করল বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। তানজিমের গতি আর রিশাদের ঘূর্ণিতে আফগানদের দেড়শর মধ্যে আটকে রেখেছিল বাংলাদেশ। আর ব্যাটাররা দারুণ শুরু করেও মাঝখানে খেই হারিয়ে ফেলে। ফলে সহজ ম্যাচটাকে কঠিন করে জিতে সিরিজ শুরু করল বাংলাদেশ।

টসে জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান ২৫ রানে প্রথম উইকেট হারায়। নাসুমের বলে বোল্ড হয়ে ইব্রাহিম জাদরান ফিরেন ১৫ রান করে। পরের ওভারে শফিকুল্লাহকে ফেরান তানজিম সাকিব। ৪০ রানে পৌঁছাতে রসুলি এবং ইসহাক ফিরলে চাপে পড়ে আফগানিস্তান। এরপর ৩৩ রান যোগ করে প্রতিরোধের চেষ্টা করেন গুরবাজ এবং ওমরজাই। ১৮ রান করা ওমরজাইকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করার চেষ্টা করেন গুরবাজ। ৩১ বলে ৪০ রান করা গুরবাজকে থামান তানজিম সাকিব। এরপর ঝড় তোলার চেষ্টা করেন মোহাম্মদ নবী। তার ২৫ বলে ৩৮ রানের ক্যামিও থামান তাসকিন। শেষ দিকে আশরাফের ১৭ রানের সুবাধে ১৫১ রান সংগ্রহ করে আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব এবং রিশাদ হোসেন।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন তানজিদ এবং ইমন। ৭১ বলে ১০৯ রানের জুটি গড়ে জয়ের ভীত গড়ে দেন দুজন। ৩৭ বলে ৪টি চার এবং তিনটি ছক্কায় ৫৪ রান করা ইমনকে ফিরিয়ে এ জুটি ভাঙেন ফরিদ আহমেদ। হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদও। পরের ওভারে রশিদ খানের জোড়া আঘাত। এশিয়া কাপে দলের সেরা পারফরমার সাইফ হাসান ফিরেন রানের খাতা খোলার আগেই। ওভারের শেষ বলে রশিদ ফেরান ওপেনার তানজিদকে। ৩৭ বলে ৩টি চার এবং সমান ছক্কায় ৫১ রান করেন তানজিদ। নিজের পরের ওভারে আবার জোড়া আঘাত রশিদের। এবার দুই বলের ব্যবধানে জাকের আলী এবং শামীম হোসেনকে ফেরান রশিদ। জাকের ৬ রান করলেও রানের খাতা খুলতে পারেনি শামীম। তানজিম সাকিবও ফিরেন রানের খাতা খোলার আগেই। ১ উইকেটে ১০৯ থেকে ১১৮ রানে ৬ উইকেটে পরিণত হয় বাংলাদেশ। এরপর রিশাদকে নিয়ে প্রতিরোধ গড়েন সোহান। ওমরজাইয়ের করা ১৯তম ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে ম্যচ হাতের নাগালে নিয়ে আসেন সোহান। ওভারের চতুর্থ বলে চার মেরে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সোহান ১৩ বলে ২৩ এবং রিশাদ ৯ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আড়াই হাজার ছাড়ালো ডেঙ্গু রোগী
পরবর্তী নিবন্ধসদরঘাটে মোটরসাইকেলে এসে চারজনকে গুলি করে ও কুপিয়ে জখম