সহজ জয়ে স্বস্তিতে জাপানের নতুন প্রধানমন্ত্রী

| মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনের বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করে সহজ জয় পেয়েছে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার লিবারেল ডেমোক্র্যটিক পার্টি। তবে আগের চেয়ে কিছু আসন কমেছে তাদের। খবর বিডিনিউজের।
তারপরও রোববারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে দলটি। এলডিপির জয়ে উদ্বেগ নিরসন হওয়ায় জাপানের স্টক এক্সচেঞ্জের সূচক এক মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে। ১৯৫৫ সালে প্রতিষ্ঠার পর থেকে রক্ষণশীল দল এলডিপি মাত্র কয়েক বছর বাদে বাকি সবসময়ই জাপানের ক্ষমতায় ছিল। এলডিপি একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে না, রবিবার প্রাথমিক বুথ ফেরত জরিপে এমন ধারণা পাওয়া গিয়েছিল। এমনটি হলে পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে জোট সঙ্গী ক্ষুদ্র অংশীদার কোমেইতো পার্টির ওপর নির্ভর করতে হতো ক্ষমতাসীন দলটিকে। কিন্তু শেষপর্যন্ত এলডিপি ২৬১ আসনে জয় পায়। আগের ২৭৬টি থেকে এবার আসন সংখ্যা কিছুটা কমলেও তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বজায় আছে। এতে সহজেই পার্লামেন্ট কমিটিগুলোর নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ বাজেট প্রস্তাবসহ বিভিন্ন প্রস্তাব পাশ করতে পারবে তারা।
সোমবার প্রধানমন্ত্রী কিশিদা জানান, নির্বাচনের এ জয়কে গুরুত্বপূর্ণ নীতি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুরোপুরি ব্যবহার করবেন তিনি, এরমধ্যে মহামারীজনিত ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত বাজেট পাসের বিষয়টিও থাকবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। আমি মনে করি, এই নির্বাচনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার ও পার্লামেন্ট চালাতে এর পরিপূর্ণ ব্যবহার করতে চাই আমি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, নির্বাচনের ফলাফলে মাত্র একমাস আগে ক্ষমতায় আসা ও নীতি সাফল্যের বিবেচনায় এখনও তেমন কিছু দেখাতে না পারা কিশিদাকে সাহসী করে তুলতে পারে।

পূর্ববর্তী নিবন্ধজোকারের সাজে ছুরি নিয়ে হামলা, জাপানে জখম ১০
পরবর্তী নিবন্ধজলবায়ু সম্মেলনে জাতিসংঘ প্রধান