আইপিএলে সহজ জয় দিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে মুম্বাই। এটি মুম্বাই ইন্ডিয়ান্সের তৃতীয় জয়। ছয় ম্যাচের তিনটিতে হেরেছে চ্যাম্পিয়নরা। অপরদিকে চতুর্থ হারের স্বাদ পেল মোস্তাফিজের রাজস্থান রয়্যালস। রাজস্থানের দেওয়া ১৭২ রানের টার্গেট ৯ বল এবং ৭ উইকেট হাতে রেখে টপকে যায় মুম্বাই।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুম্বাইয়ের পেসার জাসপ্রিত বুমরাহর দারুন বোলিং এর মুখে পড়ে ১৭১ রানের বেশি করতে পারেনি রাজস্থান। অথচ শুরুটা দুর্দান্ত ছিল রাজস্থানের। ৪৬ বলে ৬৬ রানের উদ্বোধনী জুটি গড়েন জস বাটলার আর জশস্বী জাসওয়াল। ৩২ বলে ৪১ রান করে বাটলার রাহুল চাহারের বলে স্ট্যাম্পিং হলে ভাঙে এই জুটি। চাহারেরই ফিরতি ক্যাচ হন আরেক ওপেনার জাসওয়াল। ২০ বলে তার উইলো থেকে আসে ৩২ রান। এরপর সঞ্জু স্যামসন দলকে অনেকটা এগিয়ে নেন। ২৭ বলে ৫ বাউন্ডারিতে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন রাজস্থান অধিনায়ক। তবে শিভাম দুবে সেই তুলনায় ছিলেন অনেকটাই ধীরগতির। ৩৫ রান করতে এই অলরাউন্ডার খরচ করে বসেন ৩১ বল। শেষদিকে ডেভিড মিলার আর রিয়ান পরাগও বিধ্বংসী কিছু করে দেখাতে পারেননি। মিলার ৪ বলে ৭ আর পরাগ ৭ বলে ৮ রানে অপরাজিত থাকেন। মুম্বাই বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী ছিলেন জাসপ্রিত বুমরাহ। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে নেন একটি উইকেট। রাহুল চাহার ২ উইকেট পেলেও খরচ করেন ৩৩ রান। ১৭২ রান তাড়া করতে নেমে কুইন্টন ডি ককের ব্যাটে পাওয়ার প্লেতে ভালো শুরু পায় মুম্বাই ইন্ডিয়ান্স। ষষ্ঠ ওভারের শেষ বলে ক্রিস মরিস ১৭ বলে ১৪ রান করা রোহিত শর্মাকে তুলে নিলেও ১ উইকেটে ৪৯ রান তোলে মুম্বাই। ইনিংসের চতুর্থ ওভারে মোস্তাফিজুর রহমানকে আক্রমণে এনেছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। টাইগার পেসারের প্রথম দুই ডেলিভারিতেই চার আর ছক্কা হাঁকিয়ে বসেন ডি কক। তবে পরের চার বলে ৩ রানের বেশি দেননি কাটার মাস্টার। প্রথম ওভার শেষ করেন ১৩ রান দিয়ে। অষ্টম ওভারে বল করতে এসে ৮ রান দিয়েছেন মোস্তাফিজ। দশম ওভারে এসে রাজস্থানকে আরও একটি উইকেট এনে দেন মরিস। সূর্যকুমার যাদব ফিরেন ১০ বলে ১৬ রান করে। তবে ডি কক ঝড় থামেনি। ৩৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মুম্বাই ইন্ডিযান্সের এই প্রোটিয়াস ব্যাটসম্যান। মুম্বাই এর যখন ২৪ বলে দরকার ৩২ রান তখন আবারও বোলিংয়ে মোস্তাফিজকে আনেন রাজস্থান অধিনায়ক। এবার প্রথম বলেই ক্রুনালের ছক্কা হজম করেন মোস্তাফিজ। পরের দুই বল ডট দেন। চতুর্থ বলে বোল্ড করেন ক্রুনালকে। ওই ওভারে ৭ রান খরচ করেন কাটার মাস্টার। ফলে ১৮ বলে ২৫ দরকার পড়ে মুম্বাইয়ের। কিন্তু পরের ওভারে এসেই লড়াইটা নষ্ট করে দেন ক্রিস মরিস। প্রোটিয়া পেসার খরচ করেন ১৬ রান। সেখান থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে আর কষ্ট হয়নি ডি ককের। ৫০ বলে ৬ চার আর ২ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৮ বলে ১৬ রান নিয়ে তার সঙ্গে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন কাইরন পোলার্ড। ম্যাচে ৩.৩ ওভার বল করে ৩৭ রান খরচায় ১টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ ।