দারুণ এক জয়ে বিপিএল শুরু করল রংপুর রাইডার্স। গতকাল সোমবার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। সাঈফ, ইফতেখার, খুশদিল শাহদের দায়িত্বশীল ব্যাটিংয়ের পর শেখ মেহেদী হাসানের ঘূর্ণির মুখে পড়ে কুপোকাত হয় ঢাকা ক্যাপিটাল। নতুন নাম নিয়ে নতুন বিপিএলে এসে শুরুটা ভাল করতে পারল না সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। শক্তির বিচারে দুই দলের খুব বেশি ফারাক না থাকলেও মাঠের পারফরম্যান্সে দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়ে জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করল রংপুর রাইডার্স।
টসে হেরে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স দ্বিতীয় ওভারেই স্টিভেন টেইলরকে হারায়। মোস্তাফিজের বলে এলবিডব্লিউ হয়ে ১৪ রান করে ফিরেন টেইলর। পরের ওভারে আলেক্স হেলসকে ফেরান আলাউদ্দিন। এরপর সাইফ হাসান এবং ইফতেখার আহমেদ মিলে যোগ করেন ৮৯ রান। আর তাতেই বড় স্কোরের দিকে এগিয়ে যায় রংপুর রাইডার্স। ৩৩ বলে ৪০ রান করে আলাউদ্দিন বাবুর দ্বিতীয় শিকার হয়ে ফিরেন সাইফ। হাফ সেঞ্চুরি পূরণ করতে পারেনি ইফতেখারও। এক রান দূরে থাকতে আলাউদ্দিন বাবুর তৃতীয় শিকার হন ইফতেখার। এরপর ৪১ রানের জুটি গড়েন খুশদিল শাহ এবং নুরুল হাসান সোহান। যদিও খুশদিল শাহও পারেননি ৪০ এর ঘর টপকাতে। তিনি অপরাজিত ছিলেন ২৩ বলে ৪৬ রান করে। ১১ বলে ২৫ রান করে ফিরেন সোহান। আর তাতেই রংপুর রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান। দিনের প্রথম ম্যাচে রাজশাহী করেছিল ১৯৮ রান। ঢাকা ক্যাপিটালসের আলাউদ্দিন বাবু নিয়েছেন ৩ উইকেট। মুকিদুল ইসলাম নিয়েছেন ২ উইকেট। ১৯২ রানের লক্ষ্য তাড়া করে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল ঢাকা। দুই ওপেনার তানজিদ তামিম এবং লিটন দাশ মিলে ৬৫ রান যোগ করে। ২১ বলে ৩০ রান করা তানজিদকে ফিরিয়ে এ জুটি ভাঙেন মেহেদী হাসান। এরপর এই মেহেদী হাসানের ঘূর্ণিতে আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। ২ বলে একটি ছক্কা মেরে ফিরেন হাবিবুর রহমান সোহান। তাকেও ফেরান মেহেদী হাসান। মেহেদীর তৃতীয় শিকারে পরিণত হয়ে লিটন দাশ ফিরেন ২৭ বলে ৩১ রান করে। এরপর আফগান ফরমানউল্লাহকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন মেহেদী।
ততক্ষণে বেশ চাপে ঢাকা ক্যাপিটালস। মেহেদীর ঘূর্ণির পর উইকেট শিকারে মাতেন কামরুল ইসলাম রাব্বি, খুশদিল শাহ এবং রাকিবুল হাসান। তিনজনের তিন শিকারে ঢাকা পরিণত হয় ১০৭ রানে ৭ উইকেট। ইংলিশ ক্রিকেটার স্টিফেন সিনকে ফেরান খুশদিল শাহ। ১৭ রান করেন এই ইংলিশ ব্যাটার। ১১ বলে ১৮ রান করা মুকিদুল ইসলামকে ফেরান সাইফুদ্দিন। শেষ পর্যন্ত ১৫১ রানে থামে ঢাকার ইনিংস। ১২ রানে অপরাজিত ছিলেন নাজমুল। রংপুর রাইডার্সের পক্ষে ২৭ রানে ৪ উইকেট নেন মেহেদী হাসান।