আগামী মাঠে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলংকা সফর করছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি–টোয়েন্টি সিরিজও শুরু করল জয় দিয়ে। ফাহিমা খাতুন আর সুলতানা খাতুনের দারুন বোয়িংয়ে ১১২ রানে থামে স্বাগতিক নারীরা। আর ব্যাট হাতে সুযোগের সদ্ব্যবহার করলেন অভিজ্ঞ শামীমা সুলতানা। সঙ্গে সোবহানা মোস্তারি, সাথি রানি বর্মনের কার্যকর ইনিংসে সহজ জয় পেল বাংলাদেশ নারী ‘এ’ দল। কলম্বোর পি সারা ওভালে গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে জিতেছে রাবেয়া খানের নেতৃত্বাধীন বাংলাদেশ। ১১৩ রানের লক্ষ্য ৭ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে তারা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এগিয়ে গেল সফরকারীরা। এর আগে দুই দলের দ্বিতীয় পঞ্চাশ ওভারের ম্যাচটিও বৃষ্টির কারণে ২০ ওভারে নেমে আসে। ৭ উইকেটে জেতা ওই ম্যাচের দুই কারিগর দিলারা আক্তার ও নিগার সুলতানাকে এদিন বিশ্রাম দেয় বাংলাদেশ। তাদের অনুপস্থিতিতে এগিয়ে এলেন শামিমা। অসুস্থতার কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই উইকেটরক্ষক–ব্যাটার খেলেন ৪৪ বলে ৪৮ রানের ইনিংস। আর বল হাতে ৩ উইকেট নেন অভিজ্ঞ লেগ স্পিনার ফাহিমা খাতুন।
টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৭৩ বলে ৭২ রান করেন দুই ওপেনার কৌশিনি নুথিয়াঙ্গা ও নেথমি পুর্না। ত্রয়োদশ ওভারে দুজনকেই স্টাম্পড করে ফেরান ফাহিমা। ৪টি চার ও ১টি ছক্কায় ৩৫ বলে ৪৩ রান করেন নুথিয়াঙ্গা। ২৭ রান করতে ৪০ বল খেলেন পুর্না। দুই ওপেনারের বিদায়ের পর আর কেউ দায়িত্ব নিতে পারেননি। পরে দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু উইকেটরক্ষক–ব্যাটার নিলাকশানা সান্দামিনি । ১৪ বলে ১৪ রান করেন তিনি। ফাহিমার ৩ উইকেট ছাড়া ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সুলতানা, রাবেয়া ও রিতু মনি। ১১৩ রান তাড়া করতে নেমে ইতিবাচক শুরু করেন বাংলাদেশ দুই ওপেনার শামিমা ও সাথি। পাওয়ার প্লেতে তারা দুজন যোগ করেন ৪০ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে আউট হন ২২ বলে ২০ রান করা সাথি। এরপর সোবহানার সঙ্গে ৫৪ বলে ৫৬ রানের জুটি গড়ে তোলেন শামিমা। ফিফটির আশা জাগিয়েও অল্পের জন্য করতে পারেননি ৩৬ বছর বয়সী ব্যাটার। থারুকা শেহানিকে ফিরতি ক্যাচ দিয়ে সমাপ্তি ঘটে তার ৫ চার ও ১ ছক্কার ইনিংসের। জয় থেকে ৫ রান দূরে থাকতে ফিরেন ৩১ বলে ২৮ রান করা সোবহানা। পরে মুর্শিদা খাতুন ও তাজ নেহার দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।