চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় সহকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করা সেই প্রধান শিক্ষককের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ) আরিফুর রহমান।
তিনি বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তার অবস্থা খারাপ। একাধিক মেয়ের সাথে খারাপ কাজ করার অভিযোগ পাওয়া যাচ্ছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে।
আজ বুধবার বেলা দুইটার দিকে ওই শিক্ষককে আটক করা হয়। এর আগে অনেকে উত্তেজিত হয়ে তাকে মারধর করে। এতে তিনি আহত হয়েছেন। পরে পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। আটক শিক্ষকের নাম প্রকৌশলী দেদুল বড়ুয়া। তিনি মোহনার একটি কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষক।