সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। গত বুধবার সন্ধ্যায় তাদের করোনা পজিটিভ আসে। বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন। প্রশাসক নগরবাসীকে উদ্বিগ্ন না হয়ে দোয়া করার আহ্বান জানিয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী দৈনিক আজাদীকে জানান, গতকাল বৃহস্পতিবার প্রশাকের সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্টে দেখা গেছে, তার ফুফুসের ২০ শতাংশ সংক্রমিত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে খোরশেদ আলম সুজন নগরবাসীর উদ্দেশে বলেন, আল্লাহর ইচ্ছায় আমি এবং আমার স্ত্রী দুজনেরই করোনা পজেটিভ। শারীরিকভাবে আমরা দুজনই সুস্থ আছি। নগরবাসীর প্রতি অনুরোধ থাকবে আপনারা উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত হবেন না।
মহান আল্লাহর দরবারে আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে পুনরায় নগরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। আমাদের সবার সহযোগিতায় আমরা যেন এ শহরকে একটি নান্দনিক শহরে রূপান্তরিত করতে পারি।