সারা দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়া শুরু হয়েছে বেশ কয়েকদিন হলো। এরই মধ্যে ক্রীড়াঙ্গনের মানুষরাও নিতে শুরু করেছে করোনার টিকা। গত রোববার স্বস্ত্রীক টিকা নিয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান। গতকাল টিকা নিলেন আরেক সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। একই সাথে গতকাল করোনা ভ্যাকসিন নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি কুর্মিটোলা হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন। তার সাথে তার সহধর্মীনিও করোনার টিকা নিয়েছেন। এদিকে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কোভিট-১৯ এর ভ্যাকসিন নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজাুল আবেদীন নান্নু। একই সাথে তার স্ত্রী রীনি আবেদিনও ভ্যাকসিন নিয়েছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হলেই ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এমনকি নিউজিল্যান্ড সফরের আগেই সবাইকে ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল টিকা নেওয়ার পর বিসিবি প্রধান জানান, দু-একদিনের মধ্যে জাতীয় দলের ক্রিকেটারদেরও করোনার টিকা দেওয়া হবে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে স্ত্রীসহ করোনা টিকা গ্রহণের পর কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় তাদের। এ সময় টিকা প্রদান কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন বোর্ড প্রধান।