জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। গতকাল সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সস্ত্রীক তিনি এই টিকা নেন। টিকা নেওয়ার পর আকরাম খান জানান পরিবারের সবাইকে নিয়ে এই ভ্যাকসিন নেওয়ার ইচ্ছে ছিল। তবে টিকা নেওয়ার বয়সসীমা ৪০ বছর নির্ধারিত হওয়ায় আমরা স্বামী-স্ত্রী এই টিকা নিলাম। টিকা নিয়ে আমরা আনন্দিত। আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের সবাই যেন এই টিকা পান। আকরামের স্ত্রী সাবিনা আকরামও টিকা নিয়ে স্বস্তির কথা জানান।