সশস্ত্রবাহিনী অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দিয়েছে, দাবি বেনিনের মন্ত্রীর

| সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১২:৫১ অপরাহ্ণ

বেনিনের একদল সেনা রাষ্ট্রীয় টেলিভিশনে গিয়ে ক্ষমতা দখলের দাবি জানানোর পর বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী তা প্রত্যাখ্যান করে বলেছেন, সশস্ত্র বাহিনী পশ্চিম আফ্রিকার দেশটিতে একটি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। খবর বিডিনিউজের।

এই অভ্যুত্থানচেষ্টাকে ওই অঞ্চলের গণতান্ত্রিক চর্চায় সর্বশেষ হুমকি মনে করা হচ্ছে। সামপ্রতিক বছরগুলোতে বেনিনের প্রতিবেশী দেশ নাইজার, বুরকিনা ফাসো, মালি, গিনি এমনকী গত মাসে গিনিবিসাউয়ের ক্ষমতাও সামরিক বাহিনীর হাতে গেছে। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে গিয়ে অন্তত ৮ সেনা বলেন, কর্নেল টাইগ্রি প্যাসকেলের নেতৃত্বে সামরিক কমিটি ক্ষমতা দখল করে নিয়েছে এবং তারা সকল সরকারি প্রতিষ্ঠান, সংবিধান বিলুপ্ত ঘোষণা করেছে। বিমান, স্থল ও সমুদ্রসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাদের কারও কারও মাথায় হেলমেট ছিল। সেনাবাহিনী আন্তরিকভাবে বেনিনের জনতাকে সত্যিকারের নতুন যুগের আশা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও কঠোর পরিশ্রমের জয় হবে, বিবৃতিতে বলেন এক সেনা।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌ বাহিনীতে কর্মরত এক ব্যক্তি নিহত
পরবর্তী নিবন্ধভারতের গোয়ায় নৈশক্লাবে অগ্নিকাণ্ডে পর্যটকসহ ২৫ জনের মৃত্যু