দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে অফিস খোলা থাকলেও সশরীরে অফিস করেননি চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান মোহাম্মদ ইউনূছসহ একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। খবর নিয়ে জানা গেছে, গতকাল সরকারি–অফিস আদালত চালু হলেও ওয়াসার এমডি, সিডিএর চেয়ারম্যান এবং চসিক মেয়র নিজ নিজ বাসভবন থেকে অফিসের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। অনেকে শারীরিক অসুস্থতার কারণে সশরীরে অফিস না করলেও তারা বাসায় থেকে জরুরি নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। এছাড়া ওই তিন প্রতিষ্ঠানে সাধারণ কর্মকর্তা–কর্মচারীদের উপস্থিতি ছিল কম।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম ওয়াসার এক কর্মকর্তা বলেন, আজকে এমডি স্যার অফিসে আসেননি। হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন।
চসিকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আজকে মেয়র স্যার অফিসে আসেননি। বাসা থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। এদিকে শারীরিক অসুস্থতার কারণে সিডিএ চেয়ারম্যান অফিসে আসেননি বলে এক কর্মকর্তা জানিয়েছেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অনেকে গতকাল অফিসে আসেননি জানা গেছে। এসব প্রতিষ্ঠানের বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, এই পরিস্থিতিতে অফিসে যাওয়ার সাহস পাচ্ছেন না কেউ। সরেজমিনে দেখা গেছে, গতকাল মঙ্গলবার সরকারি অফিস–আদালত খুললেও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিতি ছিল একেবারে কম। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে দুয়েকজন শিক্ষার্থী এলেও বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ছিল একেবারেই ফাঁকা। সড়কে যানবাহন নামলেও গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। তবে থমথমে পরিস্থিতি কাটিয়ে খুলতে শুরু করেছে নগরের বিভিন্ন মার্কেট ও দোকানপাট।