সল্টগোলায় এসআইয়ের ওপর হামলার ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানা সল্টগোলা এলাকায় পুলিশের এসআইয়ের ওপর হামলার ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইরান বাদশা (২৪), নুরুল ফায়েজ পিয়াল প্রকাশ নুরাল ফায়েজ পিয়াল (২৮), মো. জোবায়ের আহমেদ নিরব (২৩), মো. ফয়সাল (২২), মনির হোসেন (২৪) ও মো. সাহেদ (১৮)। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি জানান, পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান এবং পুলিশকে আঘাত প্রদানের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত ছয়জন আসামিকে বন্দর থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে। ঘটনার দিন ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকের ৬ জনসহ এই ঘটনায় সর্বমোট ২৪ জনকে গ্রেপ্তার হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে এড়িয়ে চলতে হবে যে সব সড়ক
পরবর্তী নিবন্ধ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা