সলিমুল হক খাঁন মিল্কী ছিলেন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ

ভাসানী অনুসারী পরিষদের সভায় বক্তারা

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খাঁন ভাসানীর অনুসারী ব্যারিষ্ট্রার সলিমুল হক খাঁন মিল্কীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে গতকাল শনিবার মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন, কোতোয়ালী মোড়স্থ মিল্কী স্মৃতি মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদ নেতা শহীদুল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাশেম শরীফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ভাসানী অনুসারী পরিষদের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মালেক। প্রধান আলোচক ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী। বক্তব্য রাখেন অধ্যাপক মাহমুদ নূর, হাসান মারুফ রুমি, অ্যাডভোকেট জাবেদ আহমেদ, কাশেম শরীফ, মোহাম্মদ গিয়াস উদ্দীন হায়দার চৌধুরী, মো. জামাল উদ্দিন, মো. সৈয়দুল আলম, আবদুল মোতালেব, মো. আইয়ুব, মো. সাজীব, মো. শহীদ, মো. সিয়াম, মো. রেজা প্রমুখ আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যারিস্টার সলিমুল হক খান মিল্কী ছিলেন-একজন নিবেদিত প্রাণ, দেশপ্রেমিক এবং রাজনীতিবিদ। তার মতো জনদরদী নেতা বর্তমানে বিরল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর
পরবর্তী নিবন্ধমো. আলী ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক