চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো.নুরুল করিম বলেছেন,দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে কাজ করে আসছে সিডিএ। আমাদের উদ্দেশ্য শহরের বাসমানের উন্নয়ন, নিরাপদ পরিবেশ এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করা। প্রতিটি রোড হবে উন্নত ও নিরাপদ।
তিনি গত শনিবার গত ৩০ আগস্ট চউক সলিমপুর আবাসিক এলাকার এ–ব্লক রোডের সংস্কার ও ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, পিসি মো. হাসান, প্রকৌশলী বাদল, সিডিএ এ–ব্লক প্লট মালিক উন্নয়ন সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, সহ–সভাপতি মনসুর, সহ সেক্রেটারি আজিজ উল্লা, সহ কোষাধ্যক্ষ মোজাম্মেল, ও উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী মো. নেচার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।