সলিমপুর সিডিএ আবাসিক এলাকার রাস্তা সংস্কার হবে দ্রুত সময়ে

আবাসিক কল্যাণ সমিতির অভিষেকে দোভাষ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেছেন, দীর্ঘদিন ধরে সলিমপুর সিডিএ আবাসিক এলাকার রাস্তা সংস্কার হয়নি। অতি দ্রুত সময়ে এই রাস্তার সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হবে। আর যারা আবাসিক এলাকায় স্কুলের প্লট নিয়ে এখানো কার্যক্রম শুরু করেনি তাদের থেকে বিষয়টি

 

জেনে স্কুল চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া চট্টগ্রামে বিভিন্ন প্রকল্পের সুফল চট্টগ্রামবাসী এখন পাচ্ছেন। এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একাধিক প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসকল প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রাম অপরূপে সাজবে। তিনি আরও বলেন, সলিমপুর সিডিএ

আবাসিক এলাকার ৪০ বছরের সমস্যা তাৎক্ষণিক সামাধান করা সম্ভব নয়। তবে রাস্তা সংস্কারসহ জরুরি যে কাজ রয়েছে তা অতিদ্রুত করা হবে। আবাসিক এলাকার অনেক প্লট মালিক কম দামে প্লট কিনে তা বেশি দামে বিক্রি করছে। তারা ব্যবসায়ীক উদ্দ্যেশে এ কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল

শুক্রবার বিকেলে সীতাকুণ্ডের সলিমপুর সিডিএ আবাসিক কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি মো. এনায়েত উল্লাহ হাজারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির

বক্তব্য রাখেন, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজ, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, মো. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, হাজী মো. মোবারক হোসেন, কৃষ্ণ কুমার, অধ্যক্ষ মো. মুকতাদের আজাদ খান, মো. জামসেদুর রহমান, মো. অব. লে. কর্ণেল জয়নুর রশিদ, লায়ন এ. আর বড়ুয়া, মো. মিজানুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলামায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজামতলা সমাজ উন্নয়ন কমিটির মাদক বিরোধী সভা