সর্বোত্তম আদর্শের মূর্ত প্রতীক মহানবী হযরত মুহাম্মদ (দ.)

আনজুমান ট্রাস্টের কনফারেন্সের চতুর্থ দিনে বক্তারা

| রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) এর ৫০ বছর উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ষোলশহর আলমগীর খানকাহ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ দিনব্যাপী রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে গত শুক্রবার ৪র্থ দিনে উলামায়ে কেরাম ও আলোচকরা বলেছেন, সর্বকালের সেরা আদর্শ মহামানব হলেন হযরত মুহাম্মদ মুস্তফা (দ.)। তিনি ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী এবং সর্বোত্তম আদর্শের মূর্ত প্রতীক। মাহফিলে সভাপতিত্ব করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। শুভেচ্ছা বক্তব্য দেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি সৈয়দ বাড়ী দরবার শরীফের পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদৌল্লা। বিশেষ আলোচক ছিলেন ঢাকা মুহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আলিম রেজভী, পাথরঘাটা ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন উর রশিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ সাইফুল আলম। উপস্থিত ছিলেন মুহাম্মদ সামসুদ্দিন, মুহাম্মদ গিয়াস উদ্দিন সাকের, মুহাম্মদ এনামুল হক বাচ্চু, কমর উদ্দিন সবুর, পেয়ার মোহাম্মদ কমিশনার, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, মনোয়ার হোসেন মুন্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে সমপ্রীতি সভা
পরবর্তী নিবন্ধকিষোয়ান স্পোর্টিং ক্লাবের ফুটবল অনুশীলন ক্যাম্পের উদ্বোধন