কী এক আজব রীতিনীতি
দেখি এখন সবখানেতে,
ব্যস্ত সবে, হতেই হবে
বড় সাজার লড়াইয়েতে।
কেউ বা বলে আমিই প্রথম
অন্যে তাকে মানে না ছাই,
বললে কি আর তা হওয়া যায়
অবদান যে জিরোর কৌটায়।
কেউ বা আবার দম্ভ জুড়ে
আমিই অতীত আমিই আদি
ইতিহাস কি ঠুনকো বিষয়
পাল্টানো যায় ইচ্ছে নদী?
কেউ বা দেখায় পেশীর দাপট
সব নাকি তার কথায় চলে
যায় কি থাকা শেষ অবধি
পেশী কিম্বা কথার বলে?
বিদ্যে বুদ্ধির বড়াই কারোর
দেখেই সবার মাথা হট
সবাই জানে বাজে বেশি
সার শূন্য যে খালি ঘট।
আমিই সেরা আমিই সর্বা
ভাব খানা যার এমন তর
এড়িয়ে যাওয়া শ্রেয়, তাই
সময় থাকতে দু‘হাত সরো।