সর্বপ্রথম অন্তরকে পরিশুদ্ধ করতে হবে : হাসান মাইজভাণ্ডারী

| রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর একমাত্র ছেলে গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ্‌্‌সুফি আলহাজ সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেছেন, সর্বপ্রথম অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, অন্তরের ব্যাধি তাড়াতে হবে। এর পাশাপাশি সমাজে বিরাজিত নানাবিধ সমস্যার গভীরতা উপলব্ধি করে সমাজকে ব্যাধিমুক্ত করতে স্বনির্ভর, দায়িত্বশীল ও চিন্তাশীল ভূমিকা রাখতে হবে। তা হলে পরিপূর্ণতা ও কামিয়াবি অর্জিত হবে। মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার ব্যবস্থাপনায় বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ৩৫তম বার্ষিক ওরশ ও সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (.) মাতা মনোয়ারা বেগম (রা.) স্মরণে ‘মজেছি তোমারে প্রেমে ও নিশী অবসানে’ শিরোনামে দুটি ডিভিডির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাইজভান্ডার শরীফ গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী (.) উপরোক্ত কথাগুলো বলেন। সম্প্রতি গাউছিয়া হক মঞ্জিলের ভিআইপি মিলনায়তনে মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন গীতিকার লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সুরকার সৈয়দ জাবের সরওয়ার, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সংগঠনের উপদেষ্টা পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, সহসভাপতি রুবেল শীল, বিজন শীল, নারায়ন আচার্য, সাধারণ সম্পাদক ধীমান দাশ, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, অমর শর্মা, ঝুমুর সর্দ্দার, কৃষ্ণ বৈদ্য, নিলু দাশ, সজীব আচার্য, কলিঞ্চ দাশ, প্রিন্স দাশ, সুপ্লব দত্ত, অভিবসু মল্লিক, দ্বীপ আচার্য, মানিক বড়ুয়া ও সংগঠনের কর্মকর্তাবৃন্দ। শেষে ডিভিডি দুইটির মোড়ক উন্মোচনকালে সাফল্য কামনা করে মুনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে যুবলীগের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধমানুষের মাঝে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে হবে