সর্বত্র বাংলা ভাষা প্রচলনের আহ্বান

| সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

বাংলা প্রচলন এর উদ্যোগে গতকাল রবিবার খুলশী এলাকায় নাম ফলকে বাংলা লেখার আহ্বান জানিয়ে প্রচারণা চালানো হয়। প্রচারাভিযানে অংশ নেন ডা. মাহফুজুর রহমান, রাজা মিয়া, সুযশময় চৌধুরী, সোলায়মান খান, মশিউর রহমান খান, মহিন উদ্দিন, জি এম পারভেজ, সুজাউদ্দৌলা বাবুল, ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, ইঞ্জিনিয়ার ইনতেখাব সুমন, জাহেদুন্নবী কনকসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। প্রচারাভিযানে ১ ফেব্রুয়ারির পূর্বেই নামফলকের উপরের ৬০ ভাগে বাংলা ও নীচের ৪০ ভাগে অন্য ভাষা ব্যবহার করে নামফলক লেখার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঁধার ভেঙে আলোর বুনন
পরবর্তী নিবন্ধজাসাস মহানগর শাখার ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি