সর্বজনীন পেনশন স্কিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ

বোয়ালখালীতে তাঁতী লীগের সভায় এমপি নোমান

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ বলেছেন, বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তায় চালু হয়েছে সর্বজনীন পেনশন স্কিম। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ। ১৮ বছরের পর থেকে সার্বজনীন পেনশন স্কিমে নাগরিকরা অংশগ্রহণ করে এ সুবিধা নিতে পারবেন। এছাড়া বর্তমানে সাড়ে ৩ কোটি মানুষ সরকারি আর্থিক সহায়তার ভাতা গ্রহণ করছেন।

গত ৩১ আগস্ট উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোয়ালখালী উপজেলা তাঁতী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা তাঁতী লীগ সভাপতি দিদারুল আলম। উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. সালাউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, দক্ষিণজেলা যুবলীগের সাধারণ সম্পাক ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান এস এম জসিম, মোহাম্মদ মোকারম, আওয়ামী লীগ নেতা নুরুল হুদা, নুরুল আবছার হীরা, শেখ শহীদুল আলম, সেকান্দর আলম বাবর, জেলা তাঁতী লীগ সহসভাপতি প্রকৌশলী দিপংকর দাশ, জহুর চৌধুরী, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন, বিকাশ নাথ, নাছির উদ্দীন। বক্তব্য দেন, নেজাম উদ্দীন, সরোয়ার উদ্দীন, নুর মোহাম্মদ, টিপু চৌধুরী, নাসিম চৌধুরী, মো. এরশাদ, ছাত্রলীগ নেতা একরামুল হক মুন্না ও মহসীন কামাল রুবেল। সংবাদ বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল ষড়যন্ত্র রুখে দিয়ে আবারও দেশ পরিচালনার দায়িত্ব নিবেন শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধসরকারি-বেসরকারি সব সেবা বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি