সর্বজনীন পেনশন নির্বাচনী তহবিলের ফন্দি : ফখরুল

| শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৭:২৯ পূর্বাহ্ণ

সবার জন্য পেনশনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাকে ‘সরকারের নির্বাচনী তহবিল তৈরির ফন্দি’ বলে সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পতনের এক দফা দাবি আদায়ে গতকাল রাজধানীর দয়াগঞ্জে বিএনপির মিছিলপূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন। খবর বিডিনিউজের।

তিনি বলেন, আওয়ামী লীগ লুট করে শেষ করে দিয়েছে বাংলাদেশকে, ফোকলা বানিয়ে দিয়েছে। কিচ্ছু নাই। আবার নতুন আরেকখান কায়দা বাইর করছেদেখছেন। কী বলে, পেনশন দেবে, পেনশন স্কিম। মানুষের টাকা চুরি করার আরেকটা ফন্দি বাইর করছে। ওই টাকা চুরি করে ওরা নির্বাচন করতে চায়। মানুষ এবার তাদেরকে দেবে না।

ফখরুল এই পেনশন স্কিম ছাড়াও কথা বলেন তাদের দাবি সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে। ঢাকায় দলটির দুই সাংগঠনিক শাখা ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের উদ্যোগে বের হয় দুটি মিছিল। বিএনপির সঙ্গে যেসব দল যুগপৎ কর্মসূচি পালন করছে, তারাও আলাদা মিছিল বের করে।

তত্ত্বাবধায়কের দাবি মেনে নিতে পরামর্শ দিয়ে ফখরুল বলেন, এই দাবি ১৮ কোটি মানুষের দাবি। ভালোয় ভালোয় শান্তিপূর্ণভাবে বিদায় হন। অন্যথায় এদেশের মানুষ জানে স্বৈরাচারী ফ্যাসিবাদী ডিক্টেটরকে কীভাবে সরাতে হয়। ৫২ সালে সরিয়েছে, ৬৯ সালে সরিয়েছে, ৭১ সালে সরিয়েছে পাকিস্তান হানাদার বাহিনীকে। ৯০ সালে সরিয়েছে স্বৈরাচারকে, এবার আপনার পালা। তাই এখনো বলছি, অবিলম্বে পদত্যাগ করুন, জনগণের দাবি মেনে নিন। অন্যথায় জনগণ উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গের পর তরঙ্গ তুলে আপনাকে সুনামির মতো নিশ্চিহ্ন করে দেবে।

যুক্তরাষ্ট্রকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ আগস্ট যে বক্তব্য রেখেছেন, সেটি নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র যেসব কথা বলছে, সেগুলো তাদের মূল উদ্দেশ্য নয়। তারা চায় বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ, যাতে করে আশেপাশের দেশগুলোকে তারা কব্জা করতে পারে।

ফখরুল বলেন, এখন নিয়ে এসেছেন কী? ভারত মহাসাগর, বঙ্গোপসাগর। আরে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর বললে তো লাভ হবে না। কোনো দিকে পথ নাই। উত্তরে উত্তঙ্গ পর্বতমালা আর দক্ষিণে বঙ্গোপসাগর। কোন দিকে যাবে তুমি? কোনো দিকে পালাবার পথ নাই।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির সাথে এখন বিদেশিরাও নেই
পরবর্তী নিবন্ধআন্দোলনের নামে পিকনিক পার্টি আর কতদিন, প্রশ্ন কাদেরের