সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার, নজরদারির নির্দেশ

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ‘মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে’ মন্তব্য করে এ বিষয়ে নজরদারি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকে সরকার প্রধান এই নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন।

বিকালে এক ব্রিফিংয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। এটা সাংঘাতিক রকম মানুষের মধ্যে সাড়া ফেলেছে। ইতোমধ্যে ১০ হাজারের বেশি রেজিস্ট্রেশন হয়ে গেছে। লাখেরও বেশি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আছে।

কিন্তু ঐতিহাসিক উদ্যোগটির বিপক্ষে মিথ্যা অপপ্রচার বা নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী প্রকৃত তথ্য, সরকার কি করেছে, কি করতে যাচ্ছে, কীভাবে মানুষ উপকৃত হবেন এ ব্যাপারটা জনগণের কাছে উপস্থাপন করতে উনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। খবর বিডিনিউজের।

মাহবুব হোসেন বলেন, জনগণ যেন জেনেশুনে, বুঝে এখানে অংশগ্রহণ করে। কোনো রকম অপপ্রচারে তারা যেন প্রভাবিত হতে না পারে সে দিকে সকলকে নজরদারি রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

বেশ কয়েক বছরের পরিকল্পনা ও প্রস্তুতির পর গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন।

এই স্কিমে ৬০ বছর পর্যন্ত মানুষ টাকা জমা করবে এবং এরপর থেকে আজীবন মাসে মাসে অর্থ পাবে।

পূর্ববর্তী নিবন্ধকাজী শাহেদ আহমেদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশা, ১ মাস পর সচল ট্রান্সফরমার