সর্তা খালে ডুবে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৪ জুন, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি থেকে রাউজানে নানার বাড়িতে বেড়াতে এসে চিকদাইর এলাকায় সর্তা খালে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম তানভীর হোসেন (৭)। সেই ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের শান্তির হাট আমতলা গ্রামের মো. আকতার হোসেনের ছেলে। গতকাল রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির মামা মোহাম্মদ আলী জানান, শিশু তানভীর তার চাচাতো বোন ইয়াসমিনের মেঝ ছেলে। সেই তার মায়ের সাথে বেড়াতে এসেছিল নানার বাড়িতে। দুপুরে অন্যান্য শিশুদের সাথে খেলা করতে গিয়ে পাশের সর্তা খালে পড়ে যায়। এ সময় তার সাথে থাকা অন্যান্য শিশুরা চিৎকার করে ঘটনা জানালে পাড়ার লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গহিরার একটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধনাগরিক ফোরামের ভার্চুয়াল সভা
পরবর্তী নিবন্ধঘাটফরহাদবেগ পূজামণ্ডপের ভিত্তি স্থাপন