সর্তা খালে অবৈধ ড্রেজার বালু উত্তোলন বন্ধ করা হোক

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

ধর্মপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত সর্তা খালে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছে। বিশেষ করে ১৮ নং ধর্মপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের নিম্নলিখিত এলাকায় এই কার্যক্রম তীব্রভাবে হচ্ছে:- আন্দার মানিক এলাকা, সাদ্দামের খামার এলাকা, ক্যায়াং স্কুলের পূর্ব এলাকা।

বালুবাহী ভারী যান চলাচলের কারণে ইতিমধ্যেই ভাঙা সড়কগুলো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষার মৌসুমে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া, স্কুলগামী শিশু ও সাধারণ জনগণের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। ড্রেজার মেশিন ও ভারী যান চলাচলের কারণে অতিরিক্ত ধুলোবালি ও শব্দদূষণ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

আমরা উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। অবিলম্বে অবৈধ ড্রেজার অপসারণ, বালু উত্তোলন বন্ধ করা এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের উদ্যোগ গ্রহণ করা হোক, যাতে জনসাধারণের নিরাপত্তা ও পরিবেশ রক্ষা করা যায়।

মোহম্মদ আলী

শিক্ষক,

ফটিকছড়ি।

পূর্ববর্তী নিবন্ধফাহমিদা আমিন : রম্যসাহিত্যিক
পরবর্তী নিবন্ধকনকনে শীতে গৃহহীনদের হাহাকার