বর্ষায় রাউজানের সর্তাখালের বিভিন্ন অংশ আবার ভাঙতে শুরু করেছে। স্থানীয়রা জানিয়েছেন খালের বাঁকে পাহাড় থেকে নেমে আসা পানির ধাক্কায় খালের পাড় ভাঙছে। খালের তীরবর্তী হলদিয়ার হচ্চারঘাট, নোয়াজিশপুর মিলন মাস্টারের ঘাটার দক্ষিণ পার্শ্বের বাড়িঘর, চিকদাইর ইউনিয়ন পরিষদ ও সামনের রাস্তা, গহিরার কালাচান্দহাট, ছিদ্দিক মাস্টারের বাড়ির আশপাশ এলাকা এখন ভাঙনের হুমকিতে রয়েছে। চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী জানিয়েছেন তার ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা ও রাস্তার ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে বালি ভার্তি জিও ব্যাগ ফেলেছিল, তা কয়েকদিনের মধ্যে খালের ভিতর ধসে যেতে শুরু করেছে। স্থানীয়দের আভিযোগ এখানে ঠিকাদার প্রতিষ্ঠান ছিঁড়া ফাটা জিও ব্যাগে অপরিকল্পিতভাবে বালু ভর্তি বস্তা ফেলে গেছে। একারণে এগুলো খালের ভিতর ধসে পড়ছে। অভিযোগকারীরা এলাকাটি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন করার আনুরোধ জানিয়েছেন। জানা যায় এখানে খালের বিশাল বাঁক রয়েছে। বাঁকটির কিছু অংশ কাটা হয়েছিল ইউনিয়ন পরিষদের উদ্যোগে। তবে এলাকার মানুষের অভিযোগ বাঁক কেটে খাল সোজা করতে গিয়ে সংশ্লিষ্টরা মাটির ব্যবসা করার দিকে বেশি মনোযোগ দেয়ায় বাঁকটি পরিকল্পিত ভাবে কাটা হয়নি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বর্ষায় সর্তা খাল হয়ে পার্ব্বত্য চট্টগ্রামের পাহাড় টিলার পানি নেমে আসে প্রবল স্রোতে। যুগে যুগে এভাবে পানি নেমে আসায় খালের সাথে থাকা মানুষের বাড়িঘর জমি ভেঙ্গে অপর পাড়ে বিশাল চর জেগে উঠেছে। এলাকার মানুষ মনে করেন এখন প্রয়োজন জেগে উঠা চর কেটে পানির প্রবাহ ঘুরিয়ে দেয়া। কালাচান্দ হাটের এক ব্যবসায়ী মোজাফ্ফর আহমদ তালুকদার বলেছেন, কালাচান্দ হাটের সর্তা ব্রিজের গোড়ার থেকে পূর্বমুখী চিকদাইর রাস্তারটির বেশির ভাগ অংশ খালের মধ্যে ধসে পড়েছে। দ্রুত রাস্তাটি রক্ষায় ব্যবস্থা না নিলে সম্পূর্ণ রাস্তাটি খালের ভিতর চলে যাবে।