সর্তার খালে অভিযান, তিন ড্রেজার মেশিনসহ বালু জব্দ

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

ফটিকছড়ির সর্তার খালে অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি মেশিন ও ৫ হাজার ঘনমিটার বালু জব্দ করা হয়েছে। গতকাল সকাল ৬টায় খিরাম ও ধর্মপুর ইউনিয়নের রাউজান সীমান্তবর্তী সর্তার খালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। জানা যায়, সরকারি আদেশ অমান্য করে সর্তার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন অবস্থায় তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় প্রায় ৫০০০ ঘনমিটার বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে ৪৪ হাজার টাকায় বিক্রয় করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। এ ব্যাপারে ইউএনও বলেন, অবৈধ বালু উত্তোলনের সাথে যুক্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্য তদন্তপূর্বক পরবর্তী অধিকতর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে এমপি সনির অর্থায়নে এতিমখানার সংস্কার কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধদুর্নীতির সংবাদ প্রকাশে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী