রাউজানে সর্তারঘাট দ্বিতীয় হালদা সেতুর একটি বিশেষ পিলারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। গতকাল বুধবার সেতুর নির্মাণকাজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ফজলে করিম বলেন, রাউজান-রাঙামাটি সড়কের রাউজান অংশে ১০ হাজার খেজুর গাছ লাগানো হবে। আঞ্চলিক কাপ্তাই সড়ককে উন্নীত করা হবে মহাসড়কে। এই প্রকল্পের জন্য ইতোমধ্যে ডিও দেয়া হয়েছে। এছাড়াও শত কোটি টাকা ব্যয়ে রাউজান-নোয়াপাড়া সড়ক সেকশন-২ এর উন্নয়ন করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ফেনী থেকে শুরু হওয়া বর্ডার সড়ক প্রকল্পটি রাঙামাটির কাউখালী হয়ে রাউজান-রাঙ্গুনিয়া পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাবনা রয়েছে। ফজলে করিম বলেন, এটি করতে হলে বিপুল পরিমাণ মাটির দরকার। এই প্রকল্প বাস্তবায়ন হলে রাউজান বিসিক শিল্পনগরী দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখতে সক্ষম হবে। সাংসদ এ সময় চার লেন সড়ক প্রকল্পের কাজের অগ্রগতি ঘুরে দেখেন।
রাউজান ইউএনও জোনায়েদ কবির সোহাগ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, আনোয়ারুল ইসলাম, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম শাহাজান, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, তছলিম উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।